ইবির ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

 

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সহসম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাতকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত দলীয় প্যাডে এ তথ্য জানানো হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে বলে প্যাডে উল্লেখ করা হয়। ফয়সাল সিদ্দিকী আরাফাত কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্তুজা খসরুর ভাতিজা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মালম্বীদের প্রার্থনা কক্ষে আরাফাত গ্রুপের কর্মীরা ভাঙচুর করলে তাকে বিতর্কের মুখে পড়তে হয়। আরাফাতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার সমর্থক কর্মীরা ক্যাম্পাসে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেও সে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতো না।