ইবিতে নতুন ৩ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন একটি ছাত্র হলসহ ৩টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার এ ৩টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার ৩টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবন ৩টি হলো-১৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট দ্বিতীয় কলা ভবন, ১৪ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট ছাত্র হলের একাংশ (ব্লক-এ) ও ১০ কোটি ৭৮ টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট শেখ হাসিনা হলের বর্ধিতাংশ। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী মকবুল আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএস আব্দুল লতিফ, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অমিত কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।