দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ১ম ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা অডিটরিয়ামে ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরজাহান খাতুন, ম্যানেজিং কমিটির সদস্য আশরাফুল আলম, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু মাস্টার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নূরনবী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের ১ম বর্ষের ছাত্রী সাদিয়া হাসান। চলার পথে পথে ছড়াও আলোর দিশা এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানপত্র পাঠ করে ১ম বর্ষের ছাত্রী সোনিয়া খাতুন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে- লিমা খাতুন। ১ম বর্ষের ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখে- রুমানা খাতুন। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক, আশরাফুল হক ও মিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মিজানুর রহমান।