জীবননগরে শিক্ষকদের আনন্দ মিছিল

 

জীবননগর ব্যুরো: দীর্ঘ সংগ্রামের পর সরকার শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের ঘোষণা দেয়ায় জীবননগরে শিক্ষকরা আনন্দ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের কয়েক শ শিক্ষক আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।

এ সময় বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আকরাম হোসেন সন্টুর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামানিক, উথলী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান শাহ্, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেক, জান্নাতুল খাদরা দাখিল মাদরাসার অধ্যক্ষ মাও. শরিফুল ইসলাম ও  উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আফম সালাহ উদ্দীন কবীর প্রমুখ। এছাড়াও শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন ও সোহরাব হোসেন খান।