চুয়াডাঙ্গার ঝাঝরি-নুরুল্লাপুর বিলের ওপর নির্মাণাধীন ব্রিজ পরিদর্শন করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলর ঝাঝরি-নুরুল্লাপুর গ্রামের মধ্যে যাতায়াতের একমাত্র সড়কের বিলের ওপর ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ব্রিজ। নির্মাণাধীন ব্রিজের বেজ ঢালাই পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝরি গ্রাম ও তিতুদহ ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের মধ্যে যাতায়াতের একমাত্র রাস্তার মাঝপথে রয়েছে নুরুল্লাপুর বিল। বিলের মধ্যদিয়ে কাঁচা রাস্তা থাকায় বর্ষা মরসুমে পানি যাতায়াতের কোনো ব্যবস্থা ছিলো না। ফলে রাস্তার দু ধারের চাষাবাদের শ শ একর জমি পানিতে ডুবে যেতো। বর্ষা বেশি হলে পানির উচ্চতা বেড়ে ফসলের মাঠের ক্ষতির পরিমাণ আরও বেড়ে যেতো। অপরদিকে বর্ষা মরসুমে দু গ্রামের মধ্যে যাতায়াত করতে হলে অন্তত ১২ কিলোমিটার রাস্তা ঘুরে ওই দু গ্রামের মানুষ যাতায়াত করা সম্ভব হতো। দু গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি বিলের ওপর একটি ব্রিজ নিমাণ করার। অবশেষে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে ব্রিজ নির্মাণের জন্য ৩১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটি করছেন ঠিকাদার টিটু। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান ব্রিজের বেজ ঢালাই কাজ পরিদর্শনে যান। এ সময় তিনি ব্রিজে ব্যবহৃত মালামালসহ কাজের গুণগত মান দেখেন। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেন, কাজের গুণগত মানে কোনো প্রকার অনিয়ম হলে তার সাথে কোনো প্রকার আপস নয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম সরোয়ার, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, ইউপি মেম্বার জিল্লুর রহমান জুলমতসহ দু গ্রামের লোকজন।