চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি আন্তঃফ্যাকালটি স্বাধীনতা কাপ ক্রিকেটের পুরস্কার বিতরণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি  আন্তঃফ্যাকালটি স্বাধীনতা কাপ ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবলমাঠে ফাইনালে মুখোমুখি হয় বিবিএ একাদশ ও কৃষি একাদশ। প্রথমে ব্যাটিং করে কৃষি একাদশ ১০১ রান সংগ্রহ করে। জবাবে বিবিএ একাদশ ৯৬ রানে অলআউট হয়। ফলে কৃষি একাদশ ৫ রানে জয়লাভ করে। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয় কৃষি ফ্যাকালটির আজিম ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয় বিজনেস ম্যানেজমেন্টের আজিজ আহম্মেদ। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর আব্দুল মোতালেবের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু পড়ালেখা নয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় নিজেদের নিয়োজিত করতে হবে। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হারুন-অর-রশীদ, সহকারী রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তিরসহ বিশ্ববিদ্যালয়ের সকল ফ্যাকালটির শিক্ষা-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।