স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ৪ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২য় ধাপে আগামী ৩১ মার্চ। এই নির্বাচনকে সামনে রেখে প্রশাসন কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। আর এই ৪ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭১ হাজার ৪০১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪১৪ জন। মহিলা ভোটার সংখ্যা ৩৫ হাজার ৯৮৭ জন। ৪ ইউনিয়নে ভোটগ্রহণের জন্য ভোটকেন্দ্র করা হয়েছে ৪৪টি। আলুকদিয়া ইউনিয়নে ভোটকেন্দ্রে ৯টি, পদ্মবিলায় ৯টি, কুতুবপুরে ১৫টি এবং মোমিনপুরে ৯টি।
জেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, আলুকদিয়া ইউনিয়নে মোট ওয়ার্ড রয়েছে ৯টি। সংরক্ষিত ওয়ার্ড রয়েছে ৩টি। ১ নং সংরক্ষিত ওয়ার্ডে ভোটার ৬ হাজার ৫৯৯ জন। ২ নং সংরক্ষিত ওয়ার্ডে ভোটার ৫ হাজার ৭৫১। ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে ভোটার ৮ হাজার ৫৫৪ জন। আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ২ হাজার ৫৮৬ জন। আকন্দবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ২ হাজার ৬৩১ জন, ঝোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ৩৮২ জন। আলুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ২ হাজার ৫৪৪ জন, পীতাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ২৩৫ জন, পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ৯৭২ জন, হাতিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ৮৭১ জন ও চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল ও কলেজে (নতুন ভবন) ভোটার সংখ্যা ১ হাজার ৬২১ জন, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল ও কলেজে (পুরোনো ভবন) ১ হাজার ৫৯০ জন। দৌলাতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ৭৭২ জন ও দৌলাতদিয়াড় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ৭শ।
পদ্মবিলা ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ডে ভোটার ৪ হাজার ৭০৭ জন। ২ নং সংরক্ষিত ওয়ার্ডে ভোটার ৫ হাজার ৯৬০। ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে ভোটার ৪ হাজার ১শ। এ ইউনিয়নে ধুতরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ৫১৩, চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ৪১৫ জন, বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার ১ হাজার ৭৭৯ জন, সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ২ হাজার ২৫৭ জন, হায়দারপুর আছির উদ্দীন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ৯৬৭ জন, খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৭৩৬ জন, কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৭৯৬ জন, পিরোজখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ১ হাজার ৩২৬ ও গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৭৮ জন।
কুতুবপুর ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ডে ভোটার ৮ হাজার ৭০১ জন। ২ নং সংরক্ষিত ওয়ার্ডে ভোটার ৭ হাজার ৩৩৩ জন। ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে ভোটার ৮ হাজার ৩৬৮। এ ইউনিয়নে দত্তাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ২১৫, শুম্ভুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার ১ হাজার ৮৪৮, বোয়ালিয়া দারুল কোরআন হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিঙে (মূল ভবন) ভোটার সংখ্যা ১ হাজার ৬০৩, বোয়ালিয়া দারুল কোরআন হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিঙে (মক্তব) ভোটার সংখ্যা ১ হাজার ৬০৪ জন, সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ২ হাজার ৪৩১, সিঁন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ২ হাজার ৪১৩, কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ২ হাজার ৭২৯, সিঁন্দুরিয়া তহসিল অফিস ভবনে ভোটার সংখ্যা ৭৮৪, মর্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ৪০৭, নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ৫৫৯, ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ৯৯৪, হাসানহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ৩২৪, দশমী হাফিজিয়া মাদরাসায় ভোটার সংখ্যা ১ হাজার ৮৬০, আলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ৯২৮ ও জীবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ৭০৩।
মোমিনপুর ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ডে ভোটার ৩ হাজার ৪৪২ জন। ২ নং সংরক্ষিত ওয়ার্ডে ভোটার ৪ হাজার ৫০৪। ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে ভোটার ৩ হাজার ৩৮২। এ ইউনিয়নে বোয়ালমারী পূর্বপাড়া অস্থায়ী ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ৯০৩, বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ৫৪৭, নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ৯৯২, নীলমণিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ৫৫ জন, সরিষাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ২ হাজার ৩২১, খেজুরতলা আদর্শ সমবায় সমিতি ভোটকেন্দ্রে (অস্থায়ী ভোটকেন্দ্র) ভোটার সংখ্যা ১ হাজার ১২৮, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ১০৫, কবিখালী বটতলা সমবায় সমিতি ভোটকেন্দ্রে (অস্থায়ী ভোটকেন্দ্র) ১ হাজার ২২১ ও কাথুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজর ৫৬ জন।