স্টাফ রিপোর্টার: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রথম আলো বন্ধুসভা গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করে। ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ল’ইয়ার্স স্টুডেন্ট ফোরাম কর্মসূচির সাথে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যপক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা, উদীচী চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি ও প্রথম আলো বন্ধুসভার সভাপতি আব্দুল ওহাব বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পাশবিক নির্যাতন চালিয়ে যারা তনুকে খুন করেছে। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনে সোপর্দ করতে হবে। সেই ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ শিক্ষার্থী। সোমবার সকাল সাড়ে ১১ টায় কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে এই মানব বন্ধন হয়। এ সময় শিক্ষার্থীরা তনু হত্যার বিচারের দাবিতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, তনু হত্যার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত প্রশাসন নিরব রয়েছে, এখনো পর্যন্ত কোন দোষীকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এসময় শিক্ষার্থিরা তনু হত্যাকারিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি করে। ডিএনএ নমুনা সংগ্রহ, সুরতহাল তৈরি ও পুনঃময়নাতদন্ত করতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মরদেহ কবর থেকে উত্তোলন করা হবে।
হত্যাকাণ্ডের ৮ দিন পর মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মঞ্জুরুল আলমের আবেদনের প্রেক্ষিতে সোমবার বিকালে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জয়নাব বেগম কবর থেকে তনুর লাশ উত্তোলনের আদেশ দেন। সন্ধ্যায় মুঠো ফোনে আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওসি একেএম মনজুরুল আলম।