স্টাফ রিপোর্টার: অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল সোমবার বোলিং কোচ হিথ স্ট্রিকের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন এ ডানহাতি পেসার। গতকাল সোমবার সকাল থেকে মিরপুর একাডেমি মাঠে ঘাম ঝরানো অনুশীলন করেন তাসকিন। একদিন আগেই বাংলাদেশ ক্রিকেট দলের সাথে বোলিং কোচ হিথ স্ট্রিকও ফিরেছেন। পরদিনই শিষ্যকে নিয়ে মাঠে নেমেছেন তিনি। তবে এদিন সংবাদ মাধ্যমে কোনো কথা বলেননি তাসকিন-স্ট্রিক। গত ১৯ মার্চ অবৈধ বোলিং একশনের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করে আইসিসি।