দেশে ফিরে পাকিস্তানিদের তিক্ত অভিজ্ঞতা

 

মাথাভাঙ্গা মনিটর: ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে পাকিস্তান ক্রিকেট দল। শহীদ আফ্রিদি ছাড়া সবাই দেশে পৌঁছেছেন করাচি ও লাহোর বিমানবন্দরে। কিন্তু সেখানে নেমেই পড়তে হয় প্রতিকূল পরিবেশে। গত রোববার রাতে লাহোর ও করাচি বিমানবন্দরে নামেন পাকিস্তান দলের খেলোয়াড়রা। অপেক্ষমান কয়েকশ ক্ষুব্ধ সমর্থকরা রীতিমতো নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। সবাই ‘শেম’-‘শেম’ (লজ্জা) স্লোগান দেন। নিজেদের দেশেই হাফিজ-আকমলদের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে গাড়িতে উঠতে হয়।

আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে দারুণ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তান। কিন্তু পরের তিন ম্যাচেই (ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) টানা হারে সেমিফাইনালের দৌড়ে ছিটকে যায় ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা। এর আগে এশিয়া কাপেও বাংলাদেশের কাছে হেরে বিদায় নেয় পাকিস্তান।