ক্যাটরিনা কাইফের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর পুরনো ফ্ল্যাট ছেড়ে বান্দ্রার হিল রোডে নতুন অ্যাপার্টমেন্টে উঠেছেন রণবীর কাপুর। আর সেখানেই রণবীর জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছেন প্রতিবেশীরা। কারণ, রাত বাড়লেই প্রায় নিয়মিত ডিরেক্টর বন্ধু অয়ন মুখার্জ্জীর সঙ্গে পার্টিতে মেতে ওঠেন রণবীর। বেশ রাত করেই নিয়মিত রণবীরের ব্যাচেলর্স ডেন-এ হাজির হন অয়ন। আর তারপর শুরু হয় মদ‚ সিগারেট আর তারস্বরে মিউজিক শোনা। সূত্র- স্পটবয় ডটকম ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। তবে এই মাতলামো সীমা ছাড়িয়ে যায় প্রতি শনিবার। ওইদিন নিয়ম করে রাত ১১টায় নাগাদ রণবীরের বাড়িতে হাজির হন অয়ন। তারপর শুরু হয় খানাপিনা-মৌজমাস্তি। রাত সাড়ে তিনটের পরও থামে না তাদের হুল্লোড়বাজি। আর এতে অতিষ্ঠ হয়ে সম্প্রতি এক প্রতিবেশী ইন্টারকমে রণবীরকে ধরতে চেষ্টা করেন। কিন্তু বিফলে যায় সে প্রচেষ্টা। শেষমেশ বাধ্য হয়ে রণবীরের বাড়ি গিয়ে হাজির হন তিনি। এরপর বেশ দু-চার কথা শুনিয়ে রণবীরকে ওয়ার্নিংও দেন। সোসাইটির সেক্রেটারিকেও এই ঘটনার কথা জানিয়েছেন ওই প্রতিবেশী।