মুজিবনগরে ফেনসিডিলসহ তিন মাদকসেবী আটক

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস কবরস্থানের সামনে রাস্তার ওপর অভিযান চালিয়ে ৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদকমাদকসেবীকে আটক করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় মুজিবনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালায়। আটককৃতরা হচ্ছে- আনন্দবাস গ্রামের শফিকুল ইসলাম বাবু (২৭), দারিয়াপুর গ্রামের মহাব্বত আলী (২৬) ও একই গ্রামের হাসান (২৬)।

মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন জানিয়েছেন, আনন্দবাস কবরস্থানের সামনে রাস্তার ওপর ফেনসিডিল নিয়ে অবস্থান করছে ওই তিন মাদকসেবী। এ সময় মুজিবনগর থানার এএসআই আব্দুল হান্নান সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। আটককৃত তিনজনকে মুজিবনগর থানায় মামলাসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন।