বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘শঙ্খচিল’ ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। সোমবার ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেখানে সেরা বাংলা ছবির পুরস্কার জিতেছে গৌতম ঘোষ পরিচালিত ছবিটি। আগামী ১৪ এপ্রিল ছবিটি বাংলাদেশ ও কলকাতায় মুক্তি পাবে। ‘শঙ্খচিল’ ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র এবং কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এন আইডিয়াস লি.। ‘শঙ্খচিল’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিত্, কুসুম শিকদার, সাজবাতি, দীপঙ্কর দে, মামুনুর রশীদ, শাহেদ আলী, নকুল বৈদ, প্রিয়াংশু চ্যাটার্জি প্রমুখ।