বিআরবি গ্রুপের চেয়ারম্যানের মোবাইল নাম্বার হ্যাকিং করে বিভিন্ন ব্যবসায়ীর কাছে প্রতারণা

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বিআরবি গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ মজিবর রহমানের ব্যবহৃত মোবাইলফোন নাম্বার হ্যাকিং করে প্রতারণার অভিযোগে পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা নিজেকে শিল্পপতি মজিবর রহমান পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারকচক্র পিতা-পুত্রকে অবশেষে কুষ্টিয়া মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।

গতকাল সোমবার সকালে খুলনা জেলার মিঞাপাড়া নিজ বাড়ি থেকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই প্রতারক হচ্ছে পিতা মাইদুর রহমান (৬৫) এবং তার ছেলে শরিফুর রহমান (২৫)। কুষ্টিয়া মডেল থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, দীর্ঘদিন ধরে একটি প্রতারকচক্র বিআরবি গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ মজিবর রহমানের ব্যবহৃত মোবাইলফোন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে হ্যাকিং করে। হ্যাকিং করার কারণে যখন কোনো ব্যক্তির কাছে ফোন করা হতো তখন ওই ব্যক্তির মোবাইলে বিআরবি গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ মজিবর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বর স্ক্রিনে দেখা যেতো। প্রতারকচক্রটি শিল্পপতি আলহাজ মজিবর রহমানের মোবাইলফোন নাম্বার হ্যাকিং করে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীর কাছে ফোন করে নিজেকে বিআরবি গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি মজিবর রহমান হিসেবে পরিচয় দিয়ে মালামাল সাপ্লাই দেয়ার সুযোগ করে দেয়ার কথা বলে কৌশলে বিকাশ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলো।

প্রতারণার বিষয়টি অবগত হয়ে ২০১৪ সালের ২৪ আগস্ট এবং চলতি বছরের ১৭ মার্চ বিআরবি গ্রুপের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় দুটি জিডি দায়ের করা হয়। জিডির পাশাপাশি বিআরবি গ্রুপের পক্ষ থেকে এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করে বিভিন্ন জাতীয় দৈনিকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জিডির সূত্র ধরে পুলিশ এই প্রতারকচক্রকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। অবশেষে গতকাল সোমবার সকালে খুলনা জেলার মিঞাপাড়া নিজ বাড়ি থেকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ খুলনা পিবিআইর্ সহায়তায় এই প্রতারকচক্রকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত কয়েক বছর ধরে এই প্রতারকচক্র এভাবে প্রতারণার মাধ্যমে বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুই প্রতারক পুলিশকে জানায়, ২০১৪ সাল থেকে তারা শিল্পপতি আলহাজ মজিবর রহমানের মোবাইলফোন নম্বর হ্যাকিং করে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীর কাছে ফোন করে নিজেকে বিআরবি গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি মজিবর রহমান হিসেবে পরিচয় দিয়ে প্রায় ১৫-২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পুলিশের ধারণা গ্রেফতারকৃত এই দুজন ছাড়াও এই চক্রের সাথে আরো বেশ কয়েকজন জড়িত থাকতে পারে। এই দুই প্রতারকের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায়  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে।