জীবননগরে পুলিশ বক্স ও উন্মুক্ত মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি টগর

SAMSUNG CAMERA PICTURES

 

জীবননগর ব্যুরো: জীবননগর বাসস্ট্যান্ডে পুলিশ বক্স ও উন্মুক্ত মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে পুলিশ বক্স ও উন্মুক্ত মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জীবননগর পৌরসভার অর্থায়নে এ পুলিশ বক্স ও উন্মুক্ত মঞ্চ নির্মাণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, ওসি হুমায়ুন কবির প্রমুখ।