চুয়াডাঙ্গা কুতুবপুর ইউনিয়ন আ.লীগের ৩ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভায় সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন কমিটির নির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন টাইগার, সাংগঠনিক সম্পাদক এসএম ফিরোজ কবির ছানোয়ার, আশাদুল হক আশাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার রাতে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সর্দ্দার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞিপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলী আহম্মদ হাসানুজ্জামান মানিককে মনোনয়ন দেয়া হলেও তারা বিদ্রোহী প্রার্থী হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় সংগঠনের গঠনতন্ত্রের ৪৬ (ঞ) ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণপূর্বক উপজেলা ও জেলা কমিটি বরাবর সুপারিশ করা হয়েছে। সে মোতাবেক তাদের কথায় ইউনিয়ন আওয়ামী লীগ কর্মীদের বিভ্রান্ত না হয়ে আ.লীগ মনোনীত চেয়াম্যান প্রার্থী আলী আহাম্মদ হাসানুজ্জামান মানিকের নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করার জন্য আহ্বান জানানো হলো।