স্টাফ রিপোর্টার: পরিপূর্ণ সেব দেয়ার মানসিকতা নিয়ে কাজ করেছি। এখন চাই পৌরবাসীর সহযোগিতা। পৌর নাগরিকরা সময়মতো কর পরিশোধ করলে চুয়াডাঙ্গা শহরকে আরো নান্দনিকভাবে গড়ে তোলা সম্ভব হবে। পৌরবাসীর সেবক হয়ে কাজ করতে চাই। আশা করি এ ব্যাপারে আমি সকলের সহযোগিতা পাবো। পৌরকর পরিশোধ করে পৌর এলাকার উন্নয়নে পৌরবাসীকে এভাবেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। তিনি গতকাল চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে মশা নিধনের জন্য স্প্রে করতে গিয়ে এসব আহ্বান জানান। ফগার মেশিন নিজ কাঁধে তুলে নিয়ে মেয়র জিপু চৌধুরী নিজে কলেজ চত্বরে স্প্রে করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুজ্জামান, উপাধ্যক্ষ আজিজুর রহমান, অর্থনীতি বিভাগের প্রধান আবদুল ওয়াদুদ, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান আবুবকর সিদ্দিক। পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু একই দিন বাগানপাড়া ও পোস্টঅফিসপাড়ায় মশানাশক স্প্রে করেন।