এমপি পরিবারের হুমকির মুখে দৌলতপুরে ভোটের আগেই দুই বিএনপি প্রার্থীর ভোট বর্জন

 

দৌলতপুর সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুরের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও তার ভাইয়ের হুমকির মুখে ভোটের দু দিন আগেই ভোট বর্জনের ঘোষণা দিলেন বিএনপির ২ চেয়ারম্যান প্রার্থী। আগামী ৩১ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তারাগুনিয়া নিজ কার্যালয়ে ৭ নং হোগলবাড়িয়া ইউনিয়নের বিএনপি প্রার্থী বিল্লাল হোসেন ও ৮ নং পিয়ারপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী জহুরুল করীম বিশ্বাস যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জনের এ ঘোষণা দেন। তারা নিজেদের জানমাল ও নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যক্তিগতভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, হোগলবাড়িয়া ইউনিয়নের বিএনপি প্রার্থী বিল্লাল হোসেন ও পিয়ারপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী জহুরুল করীম বিশ্বাস। লিখিত বক্তব্যে তারা বলেন, ১৪ মার্চ প্রতীক বরাদ্দের পর থেকে স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই হোগলবাড়িয়া ইউপির আওয়ামী লীগ দলীয় প্রার্থী সেলিম চৌধুরী ও তার ছোট ভাই টোকন চৌধুরীর ক্যাডার বাহিনীর হুমকি নির্যাতন ও বাধার মুখে তারা নির্বাচনী মাঠে নামতে পারেননি। এমনকি ওই ক্যাডার বাহিনী বিএনপি প্রার্থীর কোনো পোস্টার ঝুলাতে ও প্রচার মাইক বের করতে দেয়নি। এ ব্যাপারে তারা রিটার্নিং অফিসারের নিকট বারবার অভিযোগ করলেও অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন।