ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসনিক ৯ পদে পরিবর্তন আনা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার তার নির্বাহী ক্ষমতাবলে পদগুলোতে পরিবর্তন আনেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হোসেন প্রেস প্রশাসক, একই বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমান পরিবহন প্রশাসক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ সাদ্দাম হোসেন হল প্রভোস্ট, একই বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান শেখ হাসিনা হল প্রভোস্ট, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তী বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল প্রভোস্ট, গণিত বিভাগের অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খালেদা জিয়া হল প্রভোস্ট, সংস্থাপন শাখার উপরেজিস্ট্রার আতাউর রহমান ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপরেজিস্ট্রার আলী হাসানকে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের উপরেজিস্ট্রার পারভেজ হাসানকে রেজিস্ট্রার অফিসে বদলি করা হয়েছে। গতকাল সোমবার সকালে নির্বাহী ক্ষমতাবলে উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার তাদের নিয়োগ দেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বলেন, শিক্ষকরা যেসব পদে নিয়োগ পেয়েছেন তারা এক বছর ও কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নতুন নিয়োগপ্রাপ্তরা আজ মঙ্গলবার তাদের নির্ধারিত পদে যোগদান করবেন বলে জানান তিনি।