শেষ পর্যন্ত আলোর মুখ দেখলো বিএনপি মনোনীত আলমডাঙ্গার ৬ চেয়ারম্যান প্রার্থীর নামের তালিকা

 

আলডাঙ্গা ব্যুরোঃ শেষ পর্যন্ত আলোর মুখ দেখলো বিএনপি মনোনীত আলমডাঙ্গা উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নামের তালিকা। আলমডাঙ্গা উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত ৬ চেয়ারম্যান প্রার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপত্র তুলে দেয়া হয়েছে। গত ২৬ মার্চ আলমডাঙ্গা উপজেলা বিএনপির উভয় গ্রুপ পৃথক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে মনোনীত প্রার্থীদের হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেয়।

শহরের হাজি মোড়স্থ বিএনপির কার্যালয় চত্বরে শ শ বিএনপি নেতাকর্মীর উপস্থিতিতে টিলু-মহি পক্ষ ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাবেক পৌর মেয়র জেলা বিএনপির অন্যতম নেতা আলহাজ মীর মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, পৌর সভাপতি ইসরাফ হোসেন, কেন্দীয় যুবদল নেতা এমদাদুল হক ডাবু, আনোয়ার হোসেন , মীর ইসমাইল হোসেন, আয়ুব হোসেন, মহি উদ্দীন, মহিনুল ইসলাম, আকরাম হোসেন, ডা. আলাউদ্দিন, উপজেলা কৃষকদল সভাপতি বোরহান উদ্দিন, মুন্সি আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় বেলগাছির চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন, ডাউকির আলহাজ ইউসুফ আলী এবং জামজামির মোশারেফ হোসেন মোশার হাতে কেন্দ্রীয় নেতার স্বাক্ষরিত ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্র তুলে দেয়া হয়। এছাড়া খাসকররার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আজিবর রহমান ও জেহালার আমিনুল ইসলাম রোকনকে আগেই ধানেরশীষ প্রতীকের মনোয়পত্র পৌঁছে দেয়া হয় বলে উল্লেখ করা হয়।

এছাড়া একই দিনে হাইরোডস্থ আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির পৃথক গ্রুপও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ৩ প্রার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপত্র তুলে দেয়। আনুষ্ঠানিকভাবে জেহালা ইউপির আমিনুল হক রোকন, খাসকররার আজিবর রহমান ও কালিদাসপুরের হাসানুজ্জামান হাসানের হাতে কেন্দীয় নেতা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র তুলে দেয়া হয়।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, ইলিয়াস হোসেন, পৌর সভাপতি আনিছুর রহমান, আব্দুল মালেক, ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন, দাউদ আলী মোল্লা, জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, রফিকুল ইসলাম, মামুন অর রশীদ প্রমুখ।