মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতা বিরোধীদের রুখতে হবে

 

কুড়ুলগাছি প্রতিনিধি: বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও সক্রিয় রয়েছে। এ অপশক্তি বাংলাদেশের  শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। তাই স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে।

১৯৭১ সালে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি রক্তস্নাত মুক্তিযুদ্ধের সেই মহান শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না।  কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের অনুষ্ঠানে কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি  দেলোয়ার হোসেন বিপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। ৪৫তম স্বাধীনতা দিবস উদযাপনে কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগ গতকাল রোববার সদাবরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল ৪টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করে। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএএম জাকারিয়া আলম, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ওসমান গনি, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা শাহ এনামুল করিম ইনু, হাসমত আলী, সাকার উদ্দীন মেম্বার, রেকাব আলী, খালেক, এরশাদ, সিদ্দিক মেম্বার, সিরাজুল , ইনছান, রশিদ, যুবলীগ নেতা শরিফ মাস্টার, নাজমুল, দেলোয়ার, রুহুল আমিন, কুড়ুলগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রমজান আলী, সাব্বির, ফরহাদ, মিঠুন, উল্লাস, মামুন, জিয়া, সোহাগ, সামাদ, আরিফ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক কামরুজামান রিপন।