স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বাগানপাড়ার রাকিব শেখকে (২০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা শহরের কানাপুকুরের অদূরে ৭/৮ জনের একদল যুবক তাকে কুপিয়ে জখম করে। তার পায়ে, পিঠে ও হাতে কোপ লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সে খোকন শেখের ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। রাকিব শেখ বলেছে, মারুফ, মাঝেরপাড়ার সান, শেখপাড়ার ইভনসহ তাদের লোকজন মেরেছে। কেন কুপিয়েছে তা অবশ্য বলতে পারেনি রাকিব।