নেত্রকোনার পূর্বধলায় বজ্রপাতে ৪জন নিহত

 

স্টাফ রিপোর্টার: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বজ্রপাতে চার মাদরাসা শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাগড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মাসুম, আরাফাত, আজিবুর ও মাসুম বিল্লাহ। এদের মধ্যে মাসুম, আরাফাত, আজিবুর ঘটনাস্থলেই মারা যায়। মাসুম বিল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যায়।