মোটরসাইকেলের বেপরোয়াগতি : সিগন্যাল না মানায় পিছু ধাওয়া : স্কুলছাত্রকে ধরে পুলিশের পিটুনি!

 

স্টাফ রিপোর্টার: পুলিশের সিগন্যাল না মেনে বেপরোয়াগতিতে মোটরসাইকেল হাকানো কিশোরকে ধরে পিটিয়ে আহত করা হয়েছে। আহত যুবক সৌরভকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র বলে জানিয়েছে।

সৌরভ চুয়াডাঙ্গা জেলা শহরে সিনেমাহলপাড়ার আসলাম উদ্দীনের ছেলে। তাকেসহ আরো দু যুবককে পুলিশ আটক করে।এ তথ্য দিয়ে সৌরভ বলেছে, বোনের বাড়ি বদরগঞ্জ গিয়েছিলাম। মোটরসাইকেলযোগে সন্ধ্যার কিছু আগে চুয়াডাঙ্গায় ফিরছিলাম। সরোজগঞ্জের নিকট পুলিশ দেখি। থামার সিগন্যাল দেয়। আমাদের কাছে মোটরসাইকেল চালানোর লাইসেন্স ছিলো না বলে থামিনি। চুয়াডাঙ্গার দিকে আসি। শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডের নিকট পুলিশ আমাদের ধরে ফেলে। থানায় নিয়ে কম্বল দিয়ে ঢেকে দলেচটকে আহত করে। রাত ১০টার দিকে সদর থানার এসআই সাইদুর সঙ্গীয় ফোর্স নিয়ে সৌরভকে হাসপাতালে নেন। ভর্তি করান। পরে অবশ্য হাসপাতাল থেকে তাকে থানায় নেয়া হয়।

পুলিশ বলেছে, মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছে। ওদের আচরণ সন্দেহজনক। সে কারণে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।