ভারতে হোলি উৎসবে ২৪ জনের বেশি মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের উত্তর প্রদেশে হোলি উৎসবে ২৪ জনেরও বেশি মানুষের মৃত্যু। গতকাল শুক্রবার পুলিশের বরাতে গণমাধ্যম বলছে, লক্ষ্ণৌতে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। বুলান্দশহরে অপর এক দুর্ঘটনায় আরও ৯ জন মারা গেছেন। বাকিদের মৃত্যু হয়েছে মারামারি অথবা মাতাল হয়ে গাড়ি চালানোর কারণে। অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনায়। বেপরোয়া গতি ও মাতাল হয়ে গাড়ি চালানোর কারণে এসব দুর্ঘটনাগুলো ঘটে। উত্তর প্রদেশের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামান্য ইস্যুতে কলহের সূত্রপাতের ঘটনাও বেশ কয়েকজন নিহত হওয়ার জন্য দায়ী। রঙের উৎসব হোলিকেন্দ্রিক গাড়ি দুর্ঘটনায় প্রায় ২৫২ জন মানুষ আহত হয়েছেন। আহতদের অধিকাংশেরই মাথায় আঘাত লেগেছে অথবা হাত-পায়ের হাড় ভেঙে গেছে।