চুয়াডাঙ্গা নূরনগর গ্রামবাসীর পক্ষে পৌর মেয়র জিপু চৌধুরীকে নাগরিক সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা নূরনগর গ্রামবাসীর পক্ষে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজি শফিউদ্দীন বিশ্বাস। সংর্বধিত অতিথি জিপু চৌধুরী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন ও ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালি খাতুন, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. হাজি আকসিজুল ইসলাম, গোকুলখালী আফসার উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুব ইসলাম সেলিম ও চেম্বার অব কমার্সের পরিচালক মালাউদ্দীণ মো. মর্তূজা। উপস্থাপনায় ছিলেন যুগলীত নেতা অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ। সার্বিক সহযোগিতায় ছিলেন স্বপন মিয়া, ইমরান হোসেন, জনি, শাকের, রাজন প্রমুখ। সংর্বধিত অতিথি জিপু চৌধুরীকে ফুলের মালা ও ক্রেস্ট দিয়ে বরণ করেন ইমরান হোসেন।