স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় চুনুরীপাড়ার আরোজ আলীকে (৩৫) আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৫০ অ্যাম্পুল ঘুমের ইনজেকশন উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ।
জানা গেছে, চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় চুনুরীপাড়ার মৃত কারু মিয়ার ছেলে আরোজ আলী ঘুমের ইনজেকশন ফেরি করে বিক্রি করে। গোপনে এ তথ্য পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস ও এসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। পুলিশ বলেছে, দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ড থেকে ৫০ অ্যাম্পুল ঘুমের ইনজেকশনসহ তাকে আটক করা হয়। আটকের পর গোয়েন্দা দফতরে নিয়ে শুরু হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ। পরে মামলাসহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া করা হয়।