শেষ ম্যাচে থাকছেন নাসির!

 

মাথাভাঙ্গা মনিটর: নাসির হোসেন, বাংলাদেশ ক্রিকেটের তরুণ তুর্কিদের মধ্যে অন্যতম একজন। আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটকে যে ক’জন নেতৃত্ব দেবেন, তাদের মধ্যে তাকে এগিয়ে রাখলেও অত্যুক্তি হবে না।

তবে সাম্প্রতিক সময়ে দলে তার অবস্থান এবং মাঠে তার অনুপস্থিতি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। এ আলোচনা স্পর্শ করেছে দলের অধিনায়ক, নির্বাচকসহ সংশ্লিষ্টদের। এশিয়া কাপে একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। আর টি-২০ বিশ্বকাপেও খেলেছেন মাত্র ১টি ম্যাচ, বাছাইপর্বে নেদার‍ল্যান্ডসের বিপক্ষে। ভারতের বিপক্ষে নাটকীয়ভাবে শেষে বলে বাংলাদেশ মাত্র এক রানে হেরে যায়। স্ট্রাইকে থাকা শুভাগত হোম চৌধুরী শেষ বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি। এরপরই ক্রিকেটপ্রেমীরা নাসিরের প্রসঙ্গ আনেন। হয়তো তিনি থাকলে টাইগারদের এমন ট্র্যাজিক হার বরণ করতে হতো না। সমর্থকদের দাবি ও সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে অবশ্য অধিনায়ক মাশরাফি মুর্তজা জানালেন, নাসির অবশ্যই তাদের পরিকল্পনায় রয়েছেন এবং সব সময় থাকবেন।

তিনি বলেন, একাদশের ভারসাম্যের কারণে অনেক সময়ই ওকে সুযোগ দেয়া হয় না। আশা করি সামনে সুযোগ পেলে ও ভালো করবে। আর প্রধান নির্বাচক ফারুক আহমেদের ধারণা, ব্যাটিং দুর্বলতার কারণেই নাসির হয়তো সুযোগ পাচ্ছেন না। তিনি বলেন, কোচ আর অধিনায়কই ভালো বলতে পারবেন, কেন সে একাদশে থাকছেন না। তবে টিম ম্যানেজমেন্ট হয়তো ভাবছে প্রয়োজন অনুযায়ী ৭ নম্বরে ব্যাটিং করতে পারবে না নাসির।

এদিকে আজ কোলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। সে ম্যাচে নাসির খেলবেন কি না তা এখনো অজানা।