ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা

মাথাভাঙ্গা মনিটর: ভারতের বিপক্ষে অবিশ্বাস্য হারের মানসিক ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিশ্বাস, সব সামলে ঘুরে দাঁড়াতে পারবে দল। গত বুধবার রাতের হারের পর দুদিন পেরিয়ে আজ শনিবার তিন দিন। বেঙ্গালুরু ছেড়ে কোলকাতা চলে এসেছে দল পর দিনই। কিন্তু ছেড়ে আসতে পারেনি সেই তিন বলের বিভীষিকা। দলকে এখনও তাড়া করছে দুঃসহ স্মৃতি।

নিউজিল্যান্ড ম্যাচের আগের দিন ইডেন গার্ডেনসে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফিও স্বীকার করে নিলেন সেই বাস্তবতা। সবাই এক রকম শোকের মধ্যে আছে। সবাই খুবই আপসেট। কেউ কাউকে দোষ দিচ্ছে না, তবে মেনেও নিতে পারছে না কেউ। এভাবে হারার পর মানসিকভাবে ফিরে আসাটা কঠিন। তবে বাস্তবতার কাছে এভাবে বলি না হয়ে লড়াই করার প্রত্যয়ও শোনা গেল অধিনায়কের কণ্ঠে। পেশাদার ক্রিকেটার হিসেবে ওখানে পড়ে থাকলে চলবে না। ওটা নিয়ে চিন্তা করে আসলে কোনো লাভ হবে না। সেদিন ম্যাচ শেষেই বলেছিলাম যে বাংলাদেশের ক্রিকেট এখানেই থেমে থাকবে না। দলের প্রতি আমার পরিষ্কার বার্তা, আগের হার নিয়ে চিন্তা করে লাভ নেই। ওটা আর ফিরে আসবে না। সামনের ম্যাচে মন দিতে হবে।

প্রতিটি হারই একেকটি শিক্ষা। খুব কাছ গিয়েও নিজেদের ভুলে হার আরও বড় শিক্ষা। ভুলটা স্বীকার করেই মাশরাফি তাগিদ জানালেন শিক্ষা নেয়ার। আমার বিশ্বাস, এ অবস্থা থেকে অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবে দল। আমরা যে ভুল করেছি, সেটা অস্বীকার করার কারণ নেই। কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে সেটা কতটা শোধরাতে পারছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষা নিতে পারলে সামনে এমন পরিস্থিতি আবার এলে আমরা ম্যাচ বের করে নিয়ে যেতে পারবো।