বাংলাদেশের প্রশংসা করায় অমিতাভ বচ্চনের রাগ?

মাথাভাঙ্গা মনিটর: গত বুধবার বাংলাদেশ-ভারত ম্যাচটি শেষ হওয়ার ঘণ্টাখানেক পরে এক টুইট বার্তায় ভারতীয় ধারাভাষ্যকারদের সমালোচনা করেন অমিতাভ বচ্চন। নিজের দেশের খেলোয়াড়দের উপেক্ষা করে নাকি অন্য খেলোয়াড়দের গুণগান বেশি গাইছেন ধারাভাষ্যকাররা। অমিতাভের টুইটটি পোস্ট হওয়ার মাত্র দু মিনিট পরেই সেটি আবার নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও।

সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়তে হতে বেশি অপেক্ষা করতে হয়নি। নাম উল্লেখ না থাকলেও অনেকেই ধরে নিচ্ছেন তার এ বক্তব্যের লক্ষ্য ছিলেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। হর্ষও এর উত্তর দিয়েছেন আরেকটি টুইটে। বাংলাদেশ নিয়ে ইদানিং সবাই বেশ প্রশংসায় পঞ্চমুখ। সাবেক ক্রিকেটার, কলাম লেখক, বিশ্লেষক, ধারাভাষ্যকার সবাই। এমন নয় বাংলাদেশকে দয়া-দাক্ষিণ্য করে এমন স্তুতি। সেটা বাংলাদেশ অর্জন করেই নিয়েছে। এমনকি খোদ অমিতাভ বচ্চনও বাংলাদেশের ক্রিকেট নিয়ে দিলখোলা প্রশংসা করেছিলেন। কিন্তু ভারত-বাংলাদেশ ম্যাচের দিন যেন আসল রং বের হয়ে এলো অনেকের। কিংবদন্তি অভিনেতা অমিতাভ যেমন টুইট করেন, ‘ভারতীয় কমেন্টেটরদের উচিত সারাক্ষণ অন্য খেলোয়াড়দের নিয়ে কথা বলার বদলে আমাদের (ভারতীয়) খেলোয়াড়দের নিয়ে কথা বলা।’ উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ১ রানে হারানোর রাতেই ধোনি অমিতাভের টুইটটি রিটুইট করেন।