কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কানাইডাঙ্গা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বায়ান্ন একাদশের জয়লাভ। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে কানাইডাঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইয়াছিন একাদশকে ৬ উইকেটে পরাজিত করে বায়ান্ন একাদশ। প্রথমে ইয়াছিন একাদশ ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২০ ওভারে ১৭২ রান করে।
জবাবে বায়ান্ন একাদশ ৪ উইকেটে লক্ষে পৌঁছে যায়। জয়ী দলের পক্ষে কাজি সুমন ৭৩ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। খেলাটি পরিচালনা করেন দেবাশিস ও বশির আহম্মেদ। পরে জামাল বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, আ.লীগ নেতা আব্দুল করিম, সুলতান মেম্বার, সিরাজুল ইসলাম, আ. হামিদ, মন্টু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন লাবলু।