হামলা মারধর ও মোটরসাইকেল ভাঙচুর : নিরাপত্তার দাবিতে খাসকররা ইউপির চেয়ারম্যান প্রার্থী লালের সংবাদ সম্মেলন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার খাসকররা ইউপি চেয়ারম্যান প্রার্থী তাফসির আহমেদ লালের সমর্থকের বাড়িতে প্রতিপক্ষ প্রার্থী মোস্তাফিজুর রহমান রুন্নু পক্ষের হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে গতকাল সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

গতকাল রাতে খাসকররা ইউপির সাবেক চেয়ারম্যান বর্তমানে চেয়ারম্যান প্রার্থী তাফসির আহমেদ লাল পঠিত ওই সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খাসকররা ইউনিয়নের পারলক্ষ্মীপুর গ্রামের আহসান হাবিবের ছেলে লালের সমর্থক মিজানুরের বাড়িতে প্রতিপক্ষ মোস্তাফিজুর রহমান রুন্নু চেয়ারম্যান পক্ষ হামলা চালায়। হামলাকারীরা মিজান, মিজানের স্ত্রী ও তার মাকে মারধর করে এক নারকীয় পরিস্থির সৃষ্টি করে। নির্যাতনের শিকার মিজানুর রহমান পরিবার শুধুমাত্র লালের সমর্থক হওয়ার কারণে তার পরিবারের ওপর এমন জঘন্য হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়েছে, সংবাদ পেয়ে তাফসির আহমেদ লাল কতিপয় সমর্থক নিয়ে বিকেল ৪টার দিকে নির্যাতনের শিকার মিজান পরিবারকে দেখতে পার লক্ষ্মীপুরে গেলে প্রতিপক্ষ রুন্নু চেয়ারম্যান এবং তার লোকজন বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। লাল চেয়ারম্যান ও তার সমর্থকদের ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সেসময় গ্রামবাসী ছুটে গিয়ে লাল ও তার সমর্থকদের উদ্ধার করে নিজ গ্রামে পৌঁছে দেয়। নির্যাতিত মিজানুর রহমানের পরিবারের কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন দুঃসহ পরিস্থিতিতে তাফসির আহমেদ লাল নিজের ও তার সমর্থকদের জীবনের নিরাপত্তার দাবিতে এ সংবাদ সম্মেলন করেন।

Leave a comment