মেহেরপুরের ২ ইউনিয়নে আওয়ামী লীগের ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়া শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ২টি ইউনিয়নের ৪ প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করছেন। এদের মধ্যে দুজন রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং অপর দুজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তবে এদিন বিএনপিসহ অন্যদলের কোনো প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়নি।

মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা যায়, গতকাল সকালে আমঝুপি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা ও দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ চুন্নু রিটার্নিং আফিসার কবির উদ্দীনের কাছে তাদের মনোনয়নপত্র জমাদেন।

অপরদিকে দুপুরে পিরোজপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সালেহ আজিজ টানিক বিশ্বাস ও বিকেলে আওয়ামী লীগের মনোনীত প্রাথী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস রিটার্নিং আফিসার আনিছুর রহমানের নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম ও জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি আওয়ামী লীগ নেতা অ্যাড. কাজি শহিদুল হক। এছাড়া টনিক বিশ্বাসের সাথে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের নেত্রী রেহেনা মান্নান প্রমুখ।

এদিকে ৪ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও সংরক্ষিত ওয়ার্ডে প্রায় অর্ধ শত প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, মেহেরপুর সদর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টিতে নির্বাচন হতে যাচ্ছে। মেহেরপুর পৌরসভার সাথে সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সদর উপজেলার আশরাফপুর ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামের দায়ের করা রীট পিটিশনের কারণে আশরাফপুর ইউনিয়নের নির্বাচন আপাততো হচ্ছে না।