চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আসন্ন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন জেলা জজ কোর্টের পিপি অ্যাড. শামসুজ্জোহা ও চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় জেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বলেন, লক্ষ্য লক্ষ্য প্রাণের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকা সেই স্বাধীনতা সংগ্রামে দেশের লক্ষ্য লক্ষ্য মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। তাদের ত্যাগের কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সভায় আরও বক্তব্য রাখেন জেলা জজ কোর্টের পিপি অ্যাড. শামসুজ্জোহা ও চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা। পরে স্বাধীনতা সংগ্রামের জীবন দানকারী শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলাম।