আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নিয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। আমঝুপি কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ ও মানব উন্নয়ন কেন্দ্র মউক যৌথভাবে এ সভার আয়োজন করে। রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি বাবর আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি কমিউনিটি এডুকেশন ওয়াচ কার্যক্রম কমিটির সদস্য শহিদুল্লাহ, সহকারী শিক্ষক রওশনারা, আবু সাইদ হাবীবুল্লাহ, ফরিদা পারভীনসহ আরো অনেকে। আয়োজিত সমাবেশে অনিয়মিত ছাত্র-ছাত্রীদের নিয়মিত করণ, বিদ্যালয়ে ঝরে পড়া রোধ, শতভাগ ভর্তি, সমাপনী পরীক্ষার প্রস্তুতি ও অনিয়মিত শিক্ষার্থীদের নিয়মিত করা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা বাড়াতে এ ধরনের সমাবেশের আয়োজন করা হয়।
আমঝুপির রামনগরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সভা অনুষ্ঠিত
