চলে গেলেন ইয়োহান ক্রুইফ

মাথাভাঙ্গা মনিটর: ক্যান্সারের সাথে লড়াইয়ে হার মেনে, না ফেরার দেশে চলে গেলেন নেদারল্যান্ডসের কিংবদন্তী খেলেয়াড় ইয়োহান ক্রুইফ। ৬৮ বছর বয়সে সারাবিশ্বের ফুটবল প্রেমীদের কাঁদিয়ে মৃত্যুবরণ করলেন বার্সেলানার এই সাবেক খেলোয়ার। তার ওয়েবসাইটে থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বরা হয়, ২৪ মার্চ ৬৮ বছর বয়সে ক্যান্সারের সাথে হেরে মৃত্যুবরণ করেছেন ক্রুইফ। এসময় তার পরিবার পাশেই ছিলো।

এ সময় তার পরিবারকে বিরক্ত না করারও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।