আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওয়াটসনের অবসর ঘোষণা

মাথাভাঙ্গা মনিটর: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়া অলরাউন্ডার শেন ওয়াটসন। ভারতের চলমান ওয়ার্ল্ড টি-টোয়েন্টির পরই আনুষ্ঠানিকভাবে অবসরে চলে যাবেন তিনি। ওয়াটসন বলেছেন, ধর্মশালায় এক সুন্দর সকালে ঘুম থেকে উঠেই কী জানি হলো। তবে এটা মনে হলো এটাই সঠিক সময়। অস্ট্রেলিয়া স্কোয়াডে থাকাটা সবসময়ই উপভোগ করেছি। তবে সময়টা এখন ভিন্ন। যাদের সাথে খেলে এ পর্যায়ে এসেছি তারা কেউই এখন দলে নেই। তাই মনে হয়েছে আমি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকেই টেস্ট ক্রিকেট থেকে অবসরে চলে যান ওয়াটসন। এরপর সেপ্টেম্বরের পর থেকেই কোনও ওয়ানডে খেলা হয়নি অসি এ ক্রিকেটারের। অসিদের হয়ে ৩টি বিশ্বকাপে খেলে দুটি জয় দেখেছেন ২০০৭ ও ২০১৫ সালে। এছাড়া ২০০৬ ও ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হয়েছেন ম্যাচ সেরা।