ঝিনাইদহে ৯টি স্কুলের ভবন পরিত্যক্ত ঘোষণা : খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ৭টি স্কুলসহ জেলায় ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৩ বছর আগে পরিত্যাক্ত ঘোষণার পর কোমলমতি শিক্ষার্থীরা রোদ-বৃষ্টিতে খোলা আকাশের নিচে ক্লাস করছে। অভিভাবকরা স্কুলগুলো পাঠদানের উপযোগী নয় ভেবে ছেলে-মেয়েদের অন্য স্কুলগুলোতে সরিয়ে নিচ্ছে। দিনদিন এ সকল স্কুল গুলোতে শিক্ষার্থীর সংখ্যা কমে আসছে।

জানা গেছ, ২০১৩ সালের মে মাসে ঝিনাইদহ এলজিইডি ও শিক্ষা অফিস যৌথ তদন্তটিম গঠন করে। তদন্তটিম জেলার বিভিন্ন স্কুলের ভবন পরিদর্শন করে। সে সময় জেলার ৯টি স্কুলের ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। একই মাসে চিঠি দিয়ে সেগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। স্কুলগুলো হচ্ছে- সদর উপজেলার বাগুটিয়া, ডাকাতিয়া, সেবা সংঘ, পূর্ব-রাঙ্গিয়ারপোতা, আড়পাড়া, জাড়গ্রাম, রাউতাইল, শৈলকুপার পূর্ব-বসন্তপুর ও কালীগঞ্জের নিয়ামতপুর বিদ্যালয়। এ সকল স্কুলের ভবন পরিত্যক্ত ঘোষণা করায় টিনের চালা তৈরি করে ক্লাস নেয়া হচ্ছে। টিনের ঘরগুলোও  নষ্ট হয়ে গেছে। ফলে কোনো কোনো স্কুল খোলা আকাশের নিচে অথবা গাছের ছায়ায় ক্লাস করানো হচ্ছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রাথমিক অফিসার মো. আতাউর রহমান জানান, নতুন ভাবে ভবন তৈরির চেষ্টা চলছে।