মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম ফারুক জোয়ার্দ্দার সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বিকেলে সরিষাডাঙ্গাস্থ তার বাড়ির আঙিনায় লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা কর্মী-সমর্থকরা তার বাড়ির পাশের আমবাগানে ভিড় করেন।
ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়া গোলাম ফারুক জোয়ার্দ্দার লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনী এলাকায় গত কয়েকদিন ধরে নৌকা প্রতীকের প্রার্থী শেফালী খাতুনের সমর্থক আমিরপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মোমিন, একই গ্রামের মৃত জাহাবক্সের ছেলে আব্দুল মজিদ, পীরপুর গ্রামের মৃত গোলজার আলীর ছেলে নান্টু, মাছেরদাইড় গ্রামের আলী হোসেনের ছেলে জাকির হোসেন, আমিরপুর গ্রামের কাশেম আলীর ছেলে লিটন, বোয়ালমারী গ্রামের মান্নানের ছেলে ক্যাপ্টেন, খেজুরতলা গ্রামের মজিবুল, নীলমণিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলন হোসেন, সরিষাডাঙ্গা গ্রামের জমির আলীর ছেলে আনারুল, মফিজউদ্দিনের ছেলে জহর ও মশালের ছেলে মিজার এলাকায় ভোটারদের মাঝে ভয়ভীতি দেখাচ্ছে। এতে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত সোমবার তারা নগ্ন বহির্প্রকাশ ঘটিয়ে আমার কর্মী কবিখালী গ্রামের রমজান আলীর ছেলে ইনামুলকে পিটিয়ে মারাত্মক আহত করে। চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার অভিযোগ করেন নৌকা প্রতীকের প্রার্থী শেফালী খাতুন পাশে দাঁড়িয়ে চিৎকার করে মারধরের নির্দেশ দেন। তিনি বক্তব্যে আরও বলেন, নৌকা প্রতীকের প্রার্থী শেফালী খাতুনের লোকজন আমার পোস্টার ছিঁড়ে ফেলছে। পাশাপাশি উল্লেখিত ব্যক্তিরা একসাথে ১০-১২ টি মোটরসাইকেল হাঁকিয়ে সাধারন মানুষের মাঝে ভীতি সৃষ্টি করছে। এছাড়া আমার কর্মীদের একা পেয়ে অস্ত্র হাতে দিয়ে মিথ্যা মামলা ঠুকে হয়রানি করারও হুমকি দিচ্ছে। তিনি প্রশাসনের কাছে এর প্রতিকার দাবি করেন।