চুয়াডাঙ্গা বেগমপুরের নার্গিসের পাতা ফাঁদে পড়ে অনেকেই সর্বস্বান্ত : টাকা চাইতে গেলেই পুলিশের ভয় দেখানো হয়

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর বিলপাড়ার গৃহবধূ নার্গিসের বিরুদ্ধে নানারকম অজুহাতে বিভিন্ন লোকের প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। পাওনাদাররা টাকা চাইতে গেলে টাকা দেয়ার নাম নেই; উপরন্তু তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে পুলিশের কাছে করা হয় নালিশ। তবে গ্রামের অনেকেই বলেছে, নার্গিস ও পাওনাদারদের মধ্যে রয়েছে উচ্চেমূল্যের সুদের লেনদেন।

অভিযোগে জানা গেছে, পিতা-মাতার অসুস্থতা, ভাইদের বিদেশে পাঠানো এমনকি পরিবারের লোকজনের কঠিন ও জটিল রোগের কথা বলে বিলপাড়ার মন্টুর স্ত্রী নার্গিস বেগম বেশ কয়েকজনের নিকট থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেন। বিলপাড়ার রেজিয়া ১ লাখ ৮০ হাজার টাকা, ৪০ হাজার টাকা দেন জয়তুন, ২ লাখ ১০ হাজার টাকা দেন হাজেরা, ১০ হাজার টাকা দেন বাবু, ৫০ হাজার টাকা দেন রেজাউল, ১ লাখ টাকা দেন রেনু, ২ লাখ ৬০ হাজার টাকা দেন তারা বেগম ও ৪০ হাজার টাকা দেন আছমা বেগম। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, মানুষের বিপদের কথা শুনে সাহায্য না করে কেউ থাকতে পারে। নার্গিস বিভিন্ন সময় ধারকর্জ হিসেবে আমাদের কাছ থেকে টাকা নিতো। এদের মধ্যে হাজেরা বেগম জানান, আমার কাছ থেকে নেয়া ২ লাখ ১০ হাজার দিচ্ছি দেবো করে তিন বছর ঘুরাচ্ছে। নার্গিস এতো লোকের সাথে লেনদেন করলেও কেউ কারো বিষয়টি জানতেও পারেনি। বিলপাড়ার সিরাজুল ইসলামের ছেলে জুলহাসের নিকট মোটা অঙ্কের টাকা পাবে বলে নার্গিস পুলিশের নিকট অভিযোগ করলে তার অর্থ লেনদেনের বিষয়টি জানাজানি হয়ে পড়ে। এ নিয়ে পাওনাদাররা ও নার্গিস গত বুধবার বেগমপুর পুলিশ ক্যাম্পে হাজির হলে পুলিশ এবং স্থানীয়দের উপস্থিতিতে নার্গিসের টাকা হাতানো এবং যারতার নামে মিথ্যা অভিযোগ করার বিষয়টি পরিষ্কার হয়ে পড়ে।

এ বিষয়ে বেগমপুর ক্যাম্প পুলিশের টুআইসি লিটন গাজী বলেন, নার্গিসের কাছে অনেকেই টাকা পাবে তা পরিষ্কার। এ বিষয়ে নার্গিসের স্বামী মন্টু বলেন, টাকা লেনদেনের বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে নার্গিস সালিস বৈঠকে জানান, আমি কারো টাকা মেরে দেবো না।

তবে গ্রামের অনেকেই জানিয়েছেন, নার্গিস ও পাওনাদারদের মধ্যে রয়েছে উচ্চমূল্যের সুদের কারবার। যেমন কোটচাঁদপুরের হুণ্ডিব্যবসায়ী কাজলের কাছে কেউ টাকা দিলে মুখ খুলতো না। যার কারণে টাকা লেনদেনের বিষয়টি এতোদিন গোপন ছিলো।

উল্লেখ্য, নার্গিস ঝিনাইদহ জেলার মহেশপুর উপজে

Leave a comment