নজরুল মানবতার কবি বাঙালি জাতির অহঙ্কার

 

কুড়ুলগাছি/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: বিদ্রোহী কবি, সাম্যের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অহঙ্কার। কবি সৈনিক, সাংবাদিক, সাহিত্যিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সর্বক্ষেত্রে কমবেশি চেতনায় উজ্জীবিত ছিলেন ‘জাতীয় কবি নজরুল আমাদের দেশের সম্পদ ছিলেন। গতকাল শনিবার অনুষ্ঠিত জাতীয় নজরুল সম্মেলনে উপরোক্ত কথাগুলো বলেন, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। তিনি আরও বলেন, এ কার্পাসডাঙ্গাতে নজরুল চর্চা, নজরুল গবেষণা ও নজরুল বিশ্ববিদ্যালয় হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে সরকার আমলে নিয়েছে। এটি অত্যন্ত গৌরবের বিষয় যে আমাদের জাতীয় কবি চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সপরিবারে কিছুদিন অবস্থান করেছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯২৬ সালে মাত্র ২৭ বছর বয়সে স্ত্রী প্রমীলা, বড় ছেলে বুলবুল ও শাশুড়ি গিরিবালাকে নিয়ে কার্পাসডাঙ্গায় প্রায় দু মাস অবস্থান করেন। চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় জাতীয় নজরুল সম্মেলনের ২য় দিনে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ সম্মেলনের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নজরুল ইনস্টিটিউট ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। ২য় দিনে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের শেখ হামিম হাসান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম, মূখ্য আলোচক গাংনী ডিগ্রি কলেজের অধ্যাপক রফিকুর রশীদ, আলোচক অগ্নিবীণার প্রতিষ্ঠাতা সভাপতি এইচএম সিরাজ, কৃষিবিদ ও নজরুল গবেষক রফিকুল ইসলাম, কার্পাসডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি রবিউল হোসেন শুকলাল। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন নজরুল ইনস্টিটিউটের সচিব আবদুর রহিম। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুর রাজ্জাক, সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নির্মল কুমার দে, কার্পাসডাঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হামিদুল ইসলাম, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর জাহান, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্ট, আওয়ামী লীগ নেতা নজির আহমেদ, সহিদুল হক, শওকত আলী, আব্দুল করিম, শহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক আব্দুল গফুর, সহসম্পাদক হাসেম রেজা। রেজাউদ্দিন স্টালিন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সি আবু সাইফ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোয়ারা খুশি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন দামুড়হুদা উপজেলা নাজির হমিদুল ইসলাম। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতিমান নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, সেলিনা হোসেন, শহীদ কবির পলাশ, দামুড়হুদা  শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।