খবর: (ধর্ষণের অভিযোগ তুলে স্কুলছাত্রীর পিতা বিপাকে, সালিসে উল্টো অর্থদণ্ড)
যা করে তাই করুক ওরা
কাউকে ওসব বোলো না,
রাস্তা-ঘাটে দিনদুপুরেও
একলা একা চোলো না।
সমাজপতি পাতি নেতা
ওদের কাছে যেয়ো না,
অকারণে লাঠি ঠ্যাঙা
ঘা প্যাঁদানি খেয়ো না।
বন্দি ঘরেই থাকো নবাই
বাইরে যেন এসো না,
লোকের নামে নালিশ করে
নিজেই বাপু ফেঁসো না।
_আহাদ আলী মোল্লা।