সরকারি চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারীদের পরিবারকে চুয়াডাঙ্গায় আর্থিক অনুদান প্রদান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সরকারি চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীদের পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারীদের ৪টি পরিবারের সদস্যদের ৫ লাখ টাকার অনুদান চেক প্রদান করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, সংস্থাপন শাখার প্রশাসনিক কর্মকর্তা মেহেদী মাসুদ প্রমুখ।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখার উপসচিব আলেয়া আক্তারের স্বাক্ষরিত নির্দেশপত্রে চুয়াডাঙ্গার বিভিন্ন সরকারি অফিসে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ৪ ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকার চেক অনুদান প্রদানের নির্দেশ আসে। এরই ভিত্তিতে ওই অনুদান চেক প্রদান করা হয়। মৃতের স্ব স্ব স্ত্রীরা ওই অনুদান চেক গ্রহণ করেন। অনুদান প্রাপ্তরা হলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রাক্তন গাড়িচালক যশোর বাহাদুরপুরের মৃত মোশারফ, জেলা তথ্য অফিসের এপিআই অপারেটর পলাশপাড়ার মৃত গোলাম দরবেশ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর অফিসগার্ড অশোক কুমার ও দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকতার কার্যালয়ের মিশ্রকী কুষ্টিয়া মিরপুর উপজেলার সাহেবনগরের জহুরুল ইসলাম।
উল্লেখ্য, বেসরকারি প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারণে আর্থিক নীতিমালা ২০১৩ অনুযায়ী ওই চেক প্রদান করা হয়। তবে সংশ্লিষ্ট দফতরে আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় বাছাই কমিটি কর্তৃক সুপারিশকৃত আবেদনকারীর অনুকূলে চেক ইস্যু করা হয়।