মেহেরপুরের মুজিবনগরে গির্জার সিস্টার কোয়ার্টারে ডাকাতি : নৈশ প্রহরীসহ ৪ জন আটক

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরের ভবরপাড়া ক্যাথলিক চার্চের সিস্টার কোর্য়াটের দুধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। গত রোববার রাত ২টার দিকে সিস্টারদের বেঁধে রেখে দেড় লক্ষাধিক টাকা লুট করে পালিয়ে যায়। রাতেই বিভিন্ন স্থানে অভিয়ান চালিয়ে সন্দেহ দুই ডাকাতকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গির্জার নৈশ প্রহরী ব্রনো মণ্ডল ও হারা মণ্ডলকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছে নৈশ প্রহরী ব্রনো মণ্ডল ও হারা মণ্ডল, সন্দেহ ডাকাত দলের সদস্য ভবরপাড়া গ্রামের বিকাশ মণ্ডল ও বাগোয়ান গ্রামের ফারুক হোসেন। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত দুইটার দিকে গির্জার সিস্টার কোয়ার্টারের তালা ভেঙে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। এ সময় সিস্টার মমতা মণ্ডল ও মাদার তেরেজার হাত-পা বেঁধে লুটপাট চালায় ডাকাতরা। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল রাতেই বিভিন্ স্থানে অভিয়ান চালিয়ে সন্দেহ দুই ডাকাত এবং গির্জার দুই নৈশ প্রহরীকে আটক করে রাতেই থানায় নেয়া হয়। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কমকর্তা কাজী কামাল হোসেন জানান, ডাকাতির সাথে নৈশ প্রহরীরা জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে গতরাত পর্যন্ত ভবরপাড়া ক্যাথলিক চার্চের পক্ষ থেকে কোনো মামলা দায়ের না করাই, আটক দুই সন্দেহ ডাকাত সদস্যকে অন্য একটি ডাকাতি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।