বিয়ের খবর অস্বীকার করলেন বিপাশা

 

মাথাভাঙ্গা মনিটর : করণ সিংহ গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বিপাশা বসু। বেশ কিছু দিন ধরে এমন কথা শোনা যাচ্ছে ভারতীয় মিডিয়া। এ নিয়ে এতো দিন পর্যন্ত কিছুই বলেননি এই তারকা অভিনেত্রী। তবে এবার মুখ খুললেন তিনি। শুধু মুখ খুললেনই না, বিয়ের ব্যাপারটা তুড়ি মেরে উড়িয়ে দিলেনই বলা যায়। সূত্র- দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।এ ব্যাপারে বিপাশার বক্তব্য, ‘অনেকদিন ধরেই আমার বিয়ের কথা শুনে আসছি। এটা গুজব ছাড়া কিছু নয়। বিয়ে আমার ব্যক্তিগত ব্যাপার! তেমন কিছু করলে নিজে থেকেই ঠিক সময়ে বলব। কথাগুলো টুইট করে জানিয়েছেন এই কলকাতার মেয়ে। সদ্যবিবাহিত প্রীতি জিন্তাও কিছুদিন আগে এভাবেই রেগে গিয়েছিলেন তার বিয়ের খবরের প্রচার শুনে। কিন্তু শেষমেশ চুপিসারেই বিয়েটা সেরে ফেলেছিলেন তিনি। বিপাশাও কি একই পথে হাঁটবেন? অপেক্ষায় থাকা ছাড়া গতি নেই আপাতত!

Leave a comment