স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে বিভিন্ন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মাষ্টারপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে হাজি মুসার বাড়ি পর্যন্ত সিসি রাস্তা, বাজারপাড়ার ভল্টু শাহর বাড়ি হতে সমনাথ বাবুর বাড়ি পর্যন্ত ড্রেন, মসজিদপাড়ার মাজেদের বাড়ি হতে ছালামের বাড়ি পর্যন্ত সিসি রাস্তা, জিনতলা মল্লিকপাড়ার মাথাভাঙ্গা নদী হতে লাল্টু খানের বাড়ি পর্যন্ত সিসি রাস্তা কাজের উদ্বোধন করা হয়েছে। পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিল প্রকল্পের আওতায় মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু গতকাল শুক্রবার এসব কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, সংরক্ষিত ৪,৫ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আরা রতনা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, সংশ্লিষ্ট কাজের ঠিকাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দায়িত্বগ্রহনের পর থেকে পৌরসভার উন্নয়নমূলক কাজ শুরু করার জন্য এলাকাবাসী মেয়র জিপু চৌধুরীকে সাধুবাদ জানান। মেয়র পৌরসভার প্রকৌশলী ও ঠিকাদারকে কাজের গুণগত মান বজায় রাখার জন্য নির্দেশ দেন।