চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১১৮২তম ‘পদধ্বনি’ ছড়াকার আনছার আলীর ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন

 

স্টাফ রিপোর্টার: ছড়াকার আনছার আলীর প্রথম ছড়াগ্রন্থ সোনারী অতীতের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১১৮২তম সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠানে সোনালী অতীতের মোড়ক উন্মোচন করা হয়।

ডা. কামরুজ্জামান মধুর সভাপতিত্বে পদধ্বনি আসরে স্বরচিত লেখা পাঠ করেন অমিতাভ মীর, জাহিদুল ইসলাম, ডা. কামরুজ্জান মধু, হাবিবি জহির রায়হান, আনছার আলী, ইদ্রিস মণ্ডল, হারুন-অর-রশিদ, সুমন চৌধুরী, আব্বাস উদ্দীন, কালুব বারী মাস্টার প্রমুখ।

পঠিত লেখার ওপর আলোচনা করেন কবি গোলাম কবির মুকুল, জাহিদুল ইসলাম, ছড়াকার আনছার আলী, হাবিবি জহির রায়হান, কাজল মাহমুদ, ডা. কামরুজ্জামান মধু। অনুষ্ঠান শেষে ছড়াকার আনছার আলীর প্রথম ছড়াগ্রন্থ ‘সোনালী অতীত’র মোড়ক উন্মোচন করা হয়। ছড়াকার আনছার আলী বক্তব্যের এক পর্যায়ে তার গ্রন্থ প্রকাশে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অনুপ্রেরণা ও অবদানকে কৃতজ্ঞচিত্বে স্মরণ করেন এবং উপস্থিত সকলকে একটি করে গ্রন্থ উপহার  দেন।

উল্লেখ্য, আনছার আলী রচিত ‘সোনালী অতীত’ ছড়াগ্রন্থটি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ ও মোহাম্মদী লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে।