দর্শনা অফিস: নিমতলা সীমান্তে ভারতের গেদে বিএসএফের হাতে লিয়াকত নামের এক বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। লিয়াকতকে ফেনসিডিলসহ আটক করেছে বলে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হলেও তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
জানা গেছে, গতকাল বুধবার বিকেল ৫টার দিকে দর্শনা নিমতলা সীমান্তের ৭৪নং মেন পিলারের ৬শ গজ ভারতের অভ্যন্তর থেকে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মনোহারপুরের আব্দুল হান্নানের ছেলে লিয়াকত আলীকে (৩০) ভারতে গেদে বিএসএফের টহল দল উত্তরপাড়া নামক স্থান থেকে আটক করে। লিয়াকতকে অবৈধ অনুপ্রবেশের অপরাধে আটক করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে লিয়াকতকে ৩৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এদিকে লিয়াকতকে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে বিজিবির পক্ষ থেকে।