দর্শনা জয়নগর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক

 

দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্তে বিজিবির আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌজন্য সাক্ষাত করেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক মোহাম্মদ আমির মজিদ, ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার। উপস্থিত ছিলেন নদীয়া জেলা ম্যাজিস্ট্রেট ভিজয় ভারদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিজিৎ ভট্টাচার্য, এসডিও মৈত্রী গাঙ্গলী, জিপিএলও ড. কৌশিক ব্রত দে, ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের স্টাফ অফিসার তারা দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (কৃষ্ণনগর) অজয় প্রসাদ।

বৈঠকে কুশল বিনিময়সহ বিজিবি-বিএসএফের সমন্বিত টহল জোরদার করা, ভারত হতে কোনো মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আনা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, অবৈধভাবে কোনো বাংলাদেশি/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা করা হয়।