চুয়াডাঙ্গা প্রেসক্লাবে ৬ বিজিবি পরিচালক মোহাম্ম আমির মজিদ : মাদকের বিষয়ে জিরো টলারেন্স

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ আমির মজিদ বলেছেন, চুয়াডাঙ্গাকে মাদকের প্রবেশদ্বার হিসেবে আর দেখতে চাই না। মাদকের বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স থাকবে। গতকাল বুধবার বেলা  সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই প্রতিশ্রুতি দেন।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতার সভাপতিত্বে মতবিনিময়সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী। অন্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুল মজিদ জিল্লু, সহসভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি ও শাহ আলম সনি, বিপুল আশরাফ, আহাদ আলী মোল্লা, আরিফুল ইসলাম, সালাউদ্দিন কাজল, খাইরুজ্জামান সেতু, রিফাত রহমানসহ অন্যরা।

সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত বিজিবি পরিচালকের কাছে দাবি করা হয় ভারত সীমান্তবর্তী দর্শনা, আকন্দবাড়িয়া , রাঙ্গিয়ারপোতা, উথলীকে মাদকের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হয়। সেখানে নিয়মিত অভিযান চালিয়ে মাদককারবারীদেরকে ধরতে হবে। এছাড়া চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে মাদকসেবীদেরকে অবাধে লাইসেন্সবিহীন মোটরসাইকেল দিয়ে বেপরোয়া চলাচল পরিবেশ বিষিয়ে তুলেছে। বর্তমান পরিচালক কর্মকালীন সময়েই কলঙ্কের তিলক মুছে ফেলতে চান। বিজিবি পরিচালক বলেন, সাংবাদিকদের এই দাবি পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।